সোনার বাংলা ২৪.কম

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

সর্বশেষ

শুভ রাত্রি কবিতা

শুভ রাত্রি কবিতা

রাত যত গভীর
আমার লেখা কবিতাঃ

সাতি
..............
সপন তত নিভির
রাত যখন ভোর
সপনের অভসর
ভোর হলে দোর খুলে
দেখি চেয়ে চোখ মেলে
 সূর্য মামা উঠছে তেরে
তেজ মাখা তার রুদ্ররে
সবুজ ঘাসের উপর
সোনলী রোদের চাদর
ফসল ভরা মাঠে
চাষী দিগুন খাটে
বিকেল বেলা চাষী ফিরে
ক্লান্ত ভরা শরীর নিয়ে
সূর্য মামা ও দিরে দিরে 
ফিরে যায় তার আপন নীড়ে
সন্ধ্যা শেষে রাত্রি আসে
রাত্রি মনির ভুকে
ঘুমাও সবাই সুখে 
শুভ রাত্রি
মোংলায় ৬০ যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার, নিখোঁজ অনেকেই

মোংলায় ৬০ যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার, নিখোঁজ অনেকেই


ছবিঃ সংগৃহীত 
বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।

তাদের মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি ট্রলার ডুবে গেছে। এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। ট্রলার দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কি না, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। 
ফরিদ পুর সরকারি জেনারেল হাসপাতাল

ফরিদ পুর সরকারি জেনারেল হাসপাতাল

ফরিদ পুর জেনারেল হাসপাতালে দুর্নীতি হচ্ছে। 
এক রোগী আমাদের কে জানাই 
সে খানে ফি-৫ টাকা নিচ্ছে -২০ টাকা রোগীদের ভালোমত চিকিৎসা,হচ্ছে না 

বালিশের বদলে পানির বোতল মাথার নিছে দেওয়া 
হচ্ছে।  
সব জায়গায় টাকা নিচ্ছে 
আমরা গরীব অসহায় মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা না পেলে জাবো কোথায় 

ফরিদ পুর জেনারেল হাসপাতাল

রোগী জুলমুত আলি ফরিদ পুর ভাজন ডাঙ্গা স্হানীয় বাসিন্দা 

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

সোনার বাংলা ২৪

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে শফিকুল ইসলাম নয়ন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বিরামপুর নতুন বাজারের হাসান আলীর ছেলে নিহত নয়ন দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করে কাপড়ের ব্যবসা করতেন।


শনিবার (৯ মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর স্টেশনে এই ঘটনা ঘটে।

বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, শনিবার পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় নয়ন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাট ফরমের নিচে পড়ে যায়। এতে ট্রেনের উপর্যপরি ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. মনিরা পারভিন তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিরামপুরে একটি মাহফিলে যোগ দিয়ে ঢাকায় ফেরার সময় ট্রেন উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।



রেলওয়ে পুলিশের (জিআরপি) হিলি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে
বাংলাদেশে এনজেলো-এইচজেডএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু 

বাংলাদেশে এনজেলো-এইচজেডএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু 











ব্রাঞ্চ ওপেনিংয়ের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে কাজ করা চীন ভিত্তিক প্রতিষ্ঠান এনজেলো-এইচজেডএস। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরুর এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির গ্লোবাল চেয়ারম্যান ড. লিও জিয়াকি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. লিও জিয়াকি বলেন, আমেরিকা, ইউরোপ, আফ্রিকার বাজারের মতই ব্যবসা বান্ধব বাংলাদেশে বিশ বছরের ঐতিহ্যবাহী এই বহুজাতিক চীনা কোম্পানিটি বিস্তার লাভ করবে। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যাকার বন্ধুপ্রতিম সম্পর্ক দিন দিন আরো উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্টার জু’র সভাপতিত্বে এবং কোম্পানির এইচ আর ম্যানেজার ইসফাত খান ইতি ও সাংবাদিক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ওভারসিজ মার্কেটের প্রেসিডেন্ট মি. কিন, এডুকেশন ডাইরেক্টর মি. ঝাং, ক্যালকুলেশন ডাইরেক্টর মি. লিউ, জেনারেল ম্যানেজার মি. স্টোন ও মি. ঝাও।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বাংলাদেশ মার্কেটের কো-ফাউন্ডার আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, খন্দকার মোহাম্মদ গোলাম নবী মোহন, মিজানুর রহমান ও তারেকুল ইসলাম খান। তারা প্রত্যেকেই ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ‘কার অ্যাচিভার’ অ্যাওয়ার্ড লাভ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির অ্যাডভাইজার ও কার অ্যাচিভার হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ। অনুষ্ঠানে ১১ জন ব্যক্তিকে কার অ্যাওয়ার্ড, ১১ জন ব্যক্তিকে চায়না ট্রিপ অ্যাওয়ার্ড ও শতাধিক ব্যক্তিকে র‌্যাংক ব্যাজ প্রদান করা হয়। এসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কোম্পানির পাঁচ শতাধিক পরিবেশক এতে উপস্থিত ছিলেন।
৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী


ছবিঃ সংগৃহীত 

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে স্মারক ডাকটিকিটসহ অন্যান্য স্মারক অবমুক্ত করেন তিনি। এসব স্মারক ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।

স্মারক অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন।

এর আগে সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আরফানা আহমেদ(ফেন্সি)

আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আরফানা আহমেদ(ফেন্সি)

আব্দুর রশিদ,মান্দা, নওগাঁঃ আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আরফানা আহমেদ(ফেন্সি)। আগামী মার্চে বা এপ্রিলে শুরু হতে যাওয়া মান্দাউপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। দীর্ঘ দিন ধরে নিজ উদ্যোগে উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন এবং বিগত করোনা কালীন সময়ে তিনি গ্রামের অসহায় মানুষের পাশে ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া তিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্ঠা করেন। মান্দা উপজেলা থেকে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আরফানা আহমেদ(ফেন্সি) জানান, রাজনীতির খাতিরে আমি দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। আমার যেহেতু উপজেলার পাশেই বসবাস, আমার জানা আছে জনগণের বরাদ্দ কিভাবে জনগণের হাতে পৌছাতে হয়। তাই আশা করি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে মেলান্দহ একটি মান্দা উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে
মহিলা ভাইস চেয়ারম্যান পদে

শিক্ষাগত যোগ্যতাঃ বি.এস.এস (অনার্স),(সামাজিক বিজ্ঞান),ডিপ্লোমা ইন কম্পিউটার ইন্জিনিয়ারিং নওগাঁ আইন কলেজ(চলমান)
পিতাঃ মৃতঃ গিয়াস উদ্দিন আহমেদ
সাবেক শিক্ষক,বিএস সি(মান্দা পাইলট উচ্চ বিদ্যালয়)
আপনাদের দোয়া প্রার্থী



নন্দীগ্রামে সাত বছর পর আসামি গ্রেপ্তার

নন্দীগ্রামে সাত বছর পর আসামি গ্রেপ্তার


বগুড়ার নন্দীগ্রামে ৭ বছর পর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আলিম নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৬ জানুয়ারি) সাজাপ্রাপ্ত ওই আসামিকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আগাপুর এলাকায় আসামির উপস্থিতি জেনে তাকে গ্রেগ্রপ্তার করা হয়েছে। ২০১৪ সালে আব্দুল আলিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮১ ধারায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। মামলা বিচারাধীন অবস্থায় ২০১৬ তিনি কৌশলে পালিয়ে ইরাক চলে যান। ২০১৯ সালে আব্দুল আলিমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড হয়। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশে এসে নানার বাড়ি দুপচাচিয়ার তালোড়া গ্রামে আত্মগোপনে ছিলেন।

হাঁটতে চায় শিক্ষার্থী বাদশা

হাঁটতে চায় শিক্ষার্থী বাদশা

স্টাফ রিপোর্টার
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বাদশা।ছবিঃ সোনার বাংলা ২৪

চট্টগ্রামের মিরসরাই পৌরসদরের (ঢাকা-চট্টগ্রাম) মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুপা থেঁতলে যাওয়ায় চিকিৎসাধীন বাদশা (১২) নামের শিক্ষার্থী। গত বছরের ২ নভেম্বর সন্ধ্যায় একটি কার্ভাডভ্যান তাকে চাপা দেয়। এ সময় তার দুটি পা থেঁতলে যায়। বাম পায়ের ৫টি অংশ ভেঙে যায়।

বাদশা মিরসরাই পৌরসভার শামছুল হকের ছেলে ও লতিফীয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মিরসরাই ভূমি অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকানে সবজি বিক্রেতা।

বাদশার বাবা শামছুল হক বলেন, দুর্ঘটনার পর তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়। পরবর্তীতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখানে ১২দিন চিকিৎসার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়। চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। তার চিকিৎসার জন্য আরো ৫ লাখ টাকা প্রয়োজন। সাহায্যের জন্য ০১৮২৬-৫৩৬৮৯৭ (বিকাশ) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

স্থানীয় কাউন্সিলর জহির উদ্দিন বলেন, সামছুল হক একজন সবজি বিক্রেতা। সমাজের ভিত্তশালীরা যদি এগিয়ে আসেন তাহলে বাদশাকে সুস্থ করে তোলা সম্ভব হবে।
ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার

ছবিঃ সংগৃহীত 

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়।

বিষয়টি ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। পরে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। দুই পক্ষেই পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্বিগ্বিদিক ছুটতে থাকেন। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা একটি লেগুনা ও বাস ভাঙচুর করে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চলতি বছরেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চলতি বছরেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

স্টাফ রিপোর্টার


ফাইল ছবি 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দেশের সক্ষমতার নতুন স্মারক হয়ে দাঁড়ানো মেগাস্ট্রাকচারটি এখন প্রস্তুত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। চলতি বছরের শেষ নাগাদ চালু হতে যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। আর ২০২৫ সালের মধ্যেই চালু হবে বাকি ইউনিট অর্থাৎ, পুরো কেন্দ্র। নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশকে প্রকল্পটি বুঝিয়ে দিতে পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে নির্মাতা দেশ রাশিয়াও। আর বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পতম সময়ে জটিল এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ।

গেলো বছর সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হয় পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম নিয়ে আসার প্রক্রিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্ত্বাবধানে ৭টি ধাপে ১৬৮টি ইউরেনিয়ানের অ্যাসেম্বলি পৌঁছে গেছে রূপপুরের প্রকল্প এলাকায়। এখন চলছে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা, আর জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি।

এ প্রসঙ্গে রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভ বলেন, বিড়ম্বনার অনেক ধাপ পেরিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পটি এখন সফলতার দ্বারপ্রান্তে। প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর অর্থই হলো, বড় আকারে স্টার্ট-আপ কর্মসূচির জন্য এখন চূড়ান্ত প্রস্তুতির সময় হয়ে গেছে। কমিশনিংয়ের আগে সুক্ষ্ম যন্ত্রপাতিগুলোর উপর অন্তত দেড় হাজার পরীক্ষা চালানো হবে। গেলো কয়েক বছর অনেক চাপের মধ্য দিয়ে পার হলেও, সব চ্যালেঞ্জই এখন পর্যন্ত সফলভাবে উতরানো গেছে। সামনেও চ্যালেঞ্জ থাকবে। কিন্তু কোনও চ্যালেঞ্জের মুখেই প্রকল্প এলাকা ছেড়ে যাবে না রাশিয়ান একজন কর্মীও। কোনো অবস্থাতেই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পেছনে ফিরে আসার আর সুযোগ নেই।

এদিকে, টানা চতুর্থবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পাওয়া স্থপতি ইয়াফেস ওসমান বললেন, কাজ চলছে সূচি মাফিক। ২০২৫ সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ।

মন্ত্রী বলেন, এই ধরনের প্রযুক্তি নিয়ে বিদ্যুৎ তৈরি করা বেশ কঠিন কাজ। এটা এখন আর গাল-গল্প নয়; এটা সত্যি। এখন আমরা পরমাণু বিদ্যুতের যুগে প্রবেশ করেছি। ফুয়েল চলে আসা মানে এটা আমরা অর্জন করেছি। ২০২৪ সালেই প্রথম ইউনিট চালু হবে। আর ২০২৫ সালের মধ্যেই চালু হবে পুরো কেন্দ্র।

পরমাণু বিশেষজ্ঞদের মতে, এতো অল্প সময়ের মধ্যে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে সক্ষমতার নতুন ধাপে পা রাখছে দেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগর শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলামের মতে, যেভাবে কাজ চলছে, তা যদি সঠিকভাবে চলতে থাকে তাহলে ৭-৮ বছরের মধ্যে আমরা বিদ্যুতের কমার্শিয়াল অপারেশনে চলে যেতে পারব। আর এটা হবে একটা নবাগত দেশের জন্য মাইলফলক।

তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এতো হাইটেক প্রযুক্তি চালানোর সক্ষমতা অর্জন করবে- এটা কিন্তু বিশ্বমণ্ডলে আলোচনা হবে। অনেক দেশ আমাদের অনুসরণ করার চেষ্টা করবে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণাধীন এ প্রকল্পটিতে ভিভিইআর প্রযুক্তির তৃতীয় প্রজন্মের রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লি ব্যবহৃত হচ্ছে, যার প্রত্যেকটির উৎপাদন সক্ষমতা ১২শ মেগাওয়াট করে।
মায়ের জন্য শোকাহত আরেফিন শুভর আবেগঘন স্ট্যাটাস

মায়ের জন্য শোকাহত আরেফিন শুভর আবেগঘন স্ট্যাটাস

স্টাফ রিপোর্টার


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

ভীষণ মা পাগল ছেলে আরিফিন শুভ স্বাভাবিকভাবেই মায়ের মৃত্যুতে শোকাহত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি আবেগঘন পোস্ট করেছেন এ নায়ক।

আরিফিন শুভকে তার মায়ে সঙ্গে দেখা গেছে পোস্টে। মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে।’

তিনি আরও লিখেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে। বাদ ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদরাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

সবশেষ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করে তিনি লিখেছেন, এর আগেও আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিয়নের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।

মালিতে সোনার খনিতে সুড়ঙ্গধস, নিহত ৭৩

মালিতে সোনার খনিতে সুড়ঙ্গধস, নিহত ৭৩

স্টাফ রিপোর্টার


ফাইল ছবি 


পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে। দেশটিতে খনি দুর্ঘটনার সর্বশেষ নজির এটি।

কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সুড়ঙ্গে ধসের ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

খনিটির কর্মকর্তা ওমর সিদিবে বার্তাসংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।

এএফপি মৃতের সংখ্যা ৭০ জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রাণহানির সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে সোনার খনিতে টানেল ধসে ৪০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি বলছে, মালিতে খনির দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। কারণ বেশিরভাগ খনি শ্রমিকরা সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে কাজ করে।

দেশটির খনি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনার আরও তদন্ত করবে এবং বৃহস্পতিবার ওই এলাকায় একটি দল পাঠাবে।

মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মালি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। তবে আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।
এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

স্টাফ রিপোর্টার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন ১৬ লেখক ও গবেষক। বুধবার (২৪ জানুয়ারি) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ১১টি ক্যাটাগরিতে এবার লেখকদের পুরস্কৃত করা হবে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্য সাহিত্যে (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী/ মুক্তগদ্যে ইসহাক খান ও ফোকলোরে তপন বাগচী ও সুমন কুমার দাশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।

উল্লেখ্য, প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা।

রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পুরস্কার প্রদান করেন।
বর্ণবাদী মন্তব্য করা চার সমর্থক ৫ বছর নিষিদ্ধ

বর্ণবাদী মন্তব্য করা চার সমর্থক ৫ বছর নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার

ফুটবল মাঠে বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। প্রতিপক্ষের ফুটবলার এবং দর্শকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন অনেক ফুটবলার। গত শনিবার উদিনেজে ও এসি মিলানের মধ্যকার ম্যাচে দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন মিলানের গোলরক্ষক মাইক ম্যাগনান। যার কারণে উদিনেজের চার সমর্থককে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার সিরিআ'র ম্যাচে উদিনেজের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে এসি মিলান। মিলান প্রথম গোল করার পর দর্শকরা ক্ষুব্ধ হয়ে তাদের ফরাসি গোলরক্ষক ম্যাগনানের উদ্দেশ্যে বর্ণাবাদী মন্তব্য করতে থাকে। মিলানের গোলরক্ষককে ‘বানর’ বলে সম্বোধন করে তারা।

ওই বাজে আচরণ মেনে নিতে না পেরে ম্যাচ অফিশিয়াল ও সতীর্থদের বলে মাঠ ছাড়েন ম্যাগনান। মিলানের অন্য খেলোয়াড়রাও তার সঙ্গে ছেড়ে যায় মাঠ। যদিও ১০ মিনিট পর আবারও শুরু হয় খেলা। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-২ গোলে জেতে এসি মিলান।
শাহজালাল বিমানবন্দরে কোকেনসহ বিদেশি নাগরিক আটক

শাহজালাল বিমানবন্দরে কোকেনসহ বিদেশি নাগরিক আটক

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি 

দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের একজন নাগরিককে কোকেনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

বুধবার রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে ডিএনসি।

বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির ঢাকা মেট্রো কার্যালযয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।


তিনি জানান, মালাউইয়ের একজন নাগরিককে এক কেজি কোকেনসহ আটক করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
রাতে দেশে ফিরেছেন সাকিব

রাতে দেশে ফিরেছেন সাকিব

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি 


বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। যে কারণে সম্প্রতি দেশে এবং দেশের বাইরে গিয়ে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই লন্ডন থেকে চোখের ডাক্তার দেখিয়ে এসে বিপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। কিন্তু সেখানেও দেখা গেছে তার চোখের সমস্যা।

শেষ পর্যন্ত বাধ্য হয়ে সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েছেন তিনি। বিপিএল রেখে চিকিৎসার উদ্দেশে গত ২১ জানুয়ারি দেশ ছাড়েন সাকিব। অস্ত্রোপচারের দরকার না হওয়ায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ শেষে বুধবার রাতেই দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় পা রাখেন তিনি।

এদিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব বাম চোখে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) সমস্যায় ভুগছেন। এটি মূলত চোখের রেটিনার সমস্যা। মেকুলাতে সমস্যা হলে দৃষ্টিতে সমস্যা হয়ে থাকে। আপাতত বিসিবির পর্যবেক্ষণে থাকবেন বাংলাদেশ দলের অধিনায়ক।

বিশ্বকাপ চলাকালীন চেন্নাইয়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপ খেলে দেশে ফিরেও ঢাকায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর যান লন্ডনে। সর্বশেষ গেলেন সিঙ্গাপুর।
আরিফিন শুভর মা আর নেই

আরিফিন শুভর মা আর নেই

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি 

চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান, বৃহস্পতিবার খাইরুন নাহারের জানাজা হওয়ার পর রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

স্টাফ রিপোর্টার

ভারত-ইংল্যান্ড টেস্ট আজ। এছাড়া রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন ও এসএ২০ লিগ টি–টোয়েন্টি।

হায়দারাবাদ টেস্ট ১ম দিন

ভারত-ইংল্যান্ড

সকাল ১০টা; টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
টেস্ট-১ম দিন

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৫-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনাল

এসএ২০

প্রিটোরিয়া ক্যাপিটালস–সানরাইজার্স ইস্টার্ন কেপ

রাত ৯–৩০ মিনিট, স্পোর্টস ১৮–১, এ স্পোর্টস
আজ থেকে টিসিবির কার্ডে মিলবে পেঁয়াজও

আজ থেকে টিসিবির কার্ডে মিলবে পেঁয়াজও

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি 

ঢাকা মহানগরসহ সারা দেশে টিসিবির কার্ডধারীদের আজ থেকে পেঁয়াজও দেওয়া হবে।

গত ১৮ জানুয়ারি থেকে এই মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তখন মজুদ না থাকায় পেঁয়াজ বিক্রি হবে না বলে জানানো হয়েছিল।

তবে সাত দিনের মাথায় পেঁয়াজের একটি চালান দেশে পৌঁছায়। যে কারণে ২৫ জানুয়ারি থেকে রাজধানীর ৫০টি ওয়ার্ডে শুরু হচ্ছে টিসিবির পেঁয়াজ বিক্রি।

বুধবার টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটি বলছে, বিক্রি কার্যক্রম শুরুর সময় টিসিবির কাছে পেঁয়াজের মজুদ ছিল না। মঙ্গলবার আমদানি করা একটি পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছেছে। যে কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীর ৫০টি ওয়ার্ডে পেঁয়াজ বিক্রি শুরু হবে।

ঢাকা ছাড়া অন্যান্য জেলায়ও এখন ২০ থেকে ৩০ টন পেঁয়াজ বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। টিসিবির আমদানি করা আরো পেঁয়াজ কিছুদিনের মধ্যে দেশে এসে পৌঁছাবে।

বৃহস্পতিবার থেকে একজন কার্ডধারী ক্রেতা ৫০ টাকা দরে ৪ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন। অন্যদিকে, ৩০ টাকা কেজি দরে চাল ৫ কেজি, প্রতিলিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন অথবা রাইস ব্রান তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন আগের নিয়মে।
অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ কর্মকর্তার কারাদণ্ড

অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীরসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে তিন মাসের দেওয়ানি বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত

বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল (২৩ জানুয়ারি) এ রায় দিয়েছেন। আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমীন বুধবার রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অন্য চার কর্মকর্তা হলেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার জেনারেল ম্যানেজার মো. ফজলুল করিম, এলপিআরে যাওয়া আরেক জেনারেল ম্যানেজার এ কে এম ফজলুল হক, অগ্রণী ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-২ শ্যামল কৃষ্ঞ সাহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-১ ওয়াহিদা বেগম।

জানা যায়, ২০১৭ সাল পর্যন্ত মুন গ্রুপের কাছে অগ্রণী ব্যাংকের ডিগ্রি মূলে পাওনা ৫৩৯ কোটি টাকা। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে পাওনার ২৫ শতাংশ কিস্তিতে পরিশোধের জন্য মুন গ্রুপের কাছে চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ না করলে মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে পাঠানো হবে। এই ব্যাংকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে ঘোষণামূলে ডিগ্রি প্রার্থনা করা হয়। একইসঙ্গে ব্যাংকের চিঠির বিরুদ্ধে আদেশ প্রার্থনা করে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। নিম্ন আদালত এই আদেশ নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে মুন গ্রুপ হাইকোর্টে বিবিধ আপিল দায়ের করেন। হাইকোর্ট ২০২১ সালের ২ ডিসেম্বর ব্যাংকের চিঠির ওপর স্থিতাবস্থা জারি করেন। পাশাপাশি রুল দেন।

এদিকে নির্ধারিত সময়ে ঋণের ২৫ শতাংশ কিস্তি পরিশোধ না করায় মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংকের সিআইবি পাঠায় অগ্রণী ব্যাংক। পরে মুন গ্রুপ অগ্রণী ব্যাংকের এমডিসহ চার নির্বাহীর বিরুদ্ধে ভায়োলেশন মোকাদ্দমা দায়ের করেন। মামলার শুনানি শেষে অগ্রণী ব্যাংকের এমডি, ডিএমডিসহ চার নির্বাহীকে তিন মাসের দেওয়ানি কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে একজন এলপিআরে যাওয়া নির্বাহী কর্মকর্তা রয়েছেন।
৮ দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

৮ দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা অবশেষে উদ্ধার হয়েছে। পদ্মার ৫০ ফুট পানির নিচে নিমজ্জিত ফেরিটি উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। অষ্টম দিনের উদ্ধার অভিযানে ডুবে যাওয়া ৯টি যানবাহনও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে পানির উপরিভাগ থেকে সোজা করে টেনে পাটুরিয়া ফেরিঘাটে নদীর তীরের পাশে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নৌ বাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান বলেন, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে কাজ করে প্রায় ৫০ ফুট পানির নিচে থাকা ফেরিটি উঠিয়ে ভাসমান অবস্থায় ইয়ার লিফটিং ব্যাগ এবং ওয়্যার রোপ (শক্তিশালী তামার তার) দিয়ে ধরে রাখা হয়। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি সোজা করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে টেনে পাটুরিয়া ঘাটে ভেড়ানো হয়। এখন সেখানেই ফেরিটি নোঙর করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন বুধবার (১৭ জানুয়ারি) সকাল আটটার দিকে ফেরিটি ৯টি যানবাহন নিয়ে ডুবে যায়। এসময় ফেরিতে থাকা ট্রাক চালক, সহকারী ও ফেরির স্টাফসহ ২১ জনের মধ্যে ২০ জনকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিখোঁজ হন ফেরির সহকারী ইঞ্জিন চালক হুমায়ুন কবির। ফেরি ডুবির ৬ দিন পর পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মায় ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। হুমায়ুন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। তিনি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন চালক ছিলেন।
চীনের ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

চীনের ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো


আগামী ২৪ ও ২৮ জানুয়ারি চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আল নাসরের। আর সেই ম্যাচের মূল আকর্ষণ ছিলেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদো ইনজুরিতে পড়ায় সেই দুটি ম্যাচ স্থগিত করেছে আল নাসর।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ম্যাচ স্থগিত করার কথা জানিয়েছে ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি, দুর্ভাগ্যজনকভাবে এবং আল নাসরের নিয়ন্ত্রণের বাইর ে থাকার কারণে ২৪ ও ২৮ জানুয়ারির ম্যাচ দুটি স্থগিত করতে হচ্ছে। পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঠিক করা হবে।’

রোনালদোর ইনজুরিরে কারণে সফর বাতিল হওয়ায় তিনি চীনের ফুটবল ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন, ইনজুরির ওপর হাত না থাকায় সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রোনালদো বলেছেন, ‘আপনারা জানেন, ফুটবলে কিছু বিষয় আছে, যা নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমি ২২ বছর ফুটবল খেলছি। ক্যারিয়ারে খুব কম ইনজুরিতে পড়েছি। সফরটি বাতিল হওয়ায় আমি ও আল নাসর তাই দুঃখিত। চীনে খেলতে আমরা মুখিয়ে ছিলাম।’
ঢাকায় শুরু হচ্ছে প্লাস্টিক পণ্য মেলা

ঢাকায় শুরু হচ্ছে প্লাস্টিক পণ্য মেলা


রাজধানীতে চার দিনের ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে আজ।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই মেলায় দেশ-বিদেশের ৬৫৪টি প্রতিষ্ঠানের ৯৬১টি স্টল থাকবে। মেলা চলবে চার দিন।

বিপিজিএমইএর সঙ্গে ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যসামগ্রী ও প্লাস্টিক পণ্য উৎপাদনের প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করবে। বেলা ১১টায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এই প্লাস্টিক মেলা উদ্বোধন করবেন।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, মেলায় প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী দেশি-বিদেশি ৬৫৪টি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ২০টি দেশের ৬০০ কোম্পানির ৮০০ স্টল এবং দেশীয় ৫৪টি কোম্পানির ১৬১টি স্টল থাকবে।

মেলায় মোট ১৫টি শ্রেণিতে ভাগ হয়ে প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে গৃহস্থালি পণ্য, ক্রোকারিজ, প্যাকেজিং উপকরণ, প্লাস্টিক মোল্ড, খেলনা, ফার্মাসিউটিক্যালস, আসবাব, মেলামাইন, তৈরি পোশাক উপকরণ, পিপি ওভেন ব্যাগ, অটোমোবাইল এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য।
গণঅভ্যুত্থান দিবস আজ

গণঅভ্যুত্থান দিবস আজ


বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক উনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তির সনদখ্যাত ৬ দফা এবং পরবর্তী সময়ে ছাত্র সমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির দীর্ঘ স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ৬ দফাভিত্তিক গণআন্দোলনের আদর্শ ধারণ করে অগ্রসরমান সংগ্রামের পথপরিক্রমায় ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন এবং ১১ দফা দাবি ঘোষণা করেন। এ ১১ দফা দাবির মূল ভিত্তি ছিল বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা। ৬ দফাভিত্তিক ১১ দফা দাবিতে ছাত্রসমাজের সমস্যাকেন্দ্রিক দাবি-দাওয়ার পাশাপাশি কৃষক ও শ্রমিকদের স্বার্থসংক্রান্ত দাবি অন্তর্ভুক্ত করা হয়।

এ আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিদের মুক্তি। ৬ দফা এবং পরবর্তী সময়ে ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয় ১৯৬৯-এর গণঅভ্যুত্থান। এতে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে।
নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিলুফা আক্তার (২১) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা-পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালের দিকে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই ব্রাহ্মণহাতা মধ্যপাড়া ফজর আলীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিলুফা একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে। তার তিন মাসের ছেলে সন্তান রয়েছে।


জানা যায়, পারিবারিক কলহের জেরে এমনটা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ এ বিষয়ে জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।


Facebook icon by Icons8