আমার লেখা কবিতাঃ
সাতি
..............
সপন তত নিভির
রাত যখন ভোর
সপনের অভসর
ভোর হলে দোর খুলে
দেখি চেয়ে চোখ মেলে
সূর্য মামা উঠছে তেরে
তেজ মাখা তার রুদ্ররে
সবুজ ঘাসের উপর
সোনলী রোদের চাদর
ফসল ভরা মাঠে
চাষী দিগুন খাটে
বিকেল বেলা চাষী ফিরে
ক্লান্ত ভরা শরীর নিয়ে
সূর্য মামা ও দিরে দিরে
ফিরে যায় তার আপন নীড়ে
সন্ধ্যা শেষে রাত্রি আসে
রাত্রি মনির ভুকে
ঘুমাও সবাই সুখে
শুভ রাত্রি