নওগাঁ মান্দা উপজেলা আওতাধীন এলাকা ১২ নং কাঁশো পাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর কাঠের ডাঙ্গা গ্রাম এর বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক এর কথা।
আমাকে অনেক আশা দিয়েছিলো একটা থাকার বাড়ি পাবো মাথার উপর পাকা ছাঁদ পাবো
কিন্তু সেই আশা পুরন হলো না।
আমি গরীব বলে আমার কথা কেও বিশ্বাস করবেনা।
আমার একটা এক্সিডেন্ট হয়ে ছিলো ৯৯ টা সেলাই আমি কাজ করতে পারিনা টাকার অভাবে মাথার চিকিৎসা করাতে পারিনি।
আমার ঘরে ১ মেয়ে ২ ছেলে
আমার সংসার কোনো মত চলে দিন আনি দিন খাই,
আমাকে বাড়ি দিবে বলে কাগজ পত্র নিয়ে ছিলো।
কিন্তু তাও কপালে বাড়ি জুটেনি
কি আর করবো,আমার কথা বা কে শুনবে।
আপনারা বলেন
আমি কি দেশের নাগরিক না
আমি কিছু পাওয়ার দরকার নেই
ও আমি যে গরীব