সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

সোনার বাংলা ২৪

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে শফিকুল ইসলাম নয়ন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বিরামপুর নতুন বাজারের হাসান আলীর ছেলে নিহত নয়ন দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করে কাপড়ের ব্যবসা করতেন।


শনিবার (৯ মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর স্টেশনে এই ঘটনা ঘটে।

বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, শনিবার পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় নয়ন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাট ফরমের নিচে পড়ে যায়। এতে ট্রেনের উপর্যপরি ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. মনিরা পারভিন তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিরামপুরে একটি মাহফিলে যোগ দিয়ে ঢাকায় ফেরার সময় ট্রেন উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।



রেলওয়ে পুলিশের (জিআরপি) হিলি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.