সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

নন্দীগ্রামে সাত বছর পর আসামি গ্রেপ্তার


বগুড়ার নন্দীগ্রামে ৭ বছর পর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আলিম নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৬ জানুয়ারি) সাজাপ্রাপ্ত ওই আসামিকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আগাপুর এলাকায় আসামির উপস্থিতি জেনে তাকে গ্রেগ্রপ্তার করা হয়েছে। ২০১৪ সালে আব্দুল আলিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮১ ধারায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। মামলা বিচারাধীন অবস্থায় ২০১৬ তিনি কৌশলে পালিয়ে ইরাক চলে যান। ২০১৯ সালে আব্দুল আলিমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড হয়। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশে এসে নানার বাড়ি দুপচাচিয়ার তালোড়া গ্রামে আত্মগোপনে ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.