সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ম্যাচ স্থগিত করার কথা জানিয়েছে ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি, দুর্ভাগ্যজনকভাবে এবং আল নাসরের নিয়ন্ত্রণের বাইর
ে থাকার কারণে ২৪ ও ২৮ জানুয়ারির ম্যাচ দুটি স্থগিত করতে হচ্ছে। পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঠিক করা হবে।’
রোনালদোর ইনজুরিরে কারণে সফর বাতিল হওয়ায় তিনি চীনের ফুটবল ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন, ইনজুরির ওপর হাত না থাকায় সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
রোনালদো বলেছেন, ‘আপনারা জানেন, ফুটবলে কিছু বিষয় আছে, যা নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমি ২২ বছর ফুটবল খেলছি। ক্যারিয়ারে খুব কম ইনজুরিতে পড়েছি। সফরটি বাতিল হওয়ায় আমি ও আল নাসর তাই দুঃখিত। চীনে খেলতে আমরা মুখিয়ে ছিলাম।’