ছবিঃ সংগৃহীত |
গাজীপুরের টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড নোয়াগাঁও এম মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ৩ নম্বর কেন্দ্রে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের নুপুর আক্তার। রবিবার (৭ জানুয়ারি) সকালের দিকে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার নুপুর বলেন, তৃতীয় বারের মতো ভোট দিলাম। প্রথম ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন, দ্বিতীয় ২০২৩ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ও এবার দ্বাদশ নির্বাচনে। গত দুবারের তুলনায় এবার ভোট দিয়ে খুব ভালো অনুভুতি হলো। তেমন কোন সমস্যায় পড়তে হয়নি। এছাড়া ভোটকেন্দ্রের পুলিং এজেন্টরাও অনেক আন্তরিক ছিল। আমরা আশা করি জনপ্রতিনিধি যারাই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।