ছবিঃসংগৃহীত |
জমি-জমাসংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সিরাজুল ফরাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে সিরাজুল ঢাকা পালিয়ে যাওয়ার পথে পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জাহাঙ্গীরের স্ত্রীর দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রায়েছে। গ্রেপ্তার সিরাজুল ফরাজীকে ওইদিন বিকেলে আদালতে সোপর্দ করা হয়। সিরাজুল ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা।
প্রাথমিক আহতের ঘটনায় বুধবার রাতেই নিহত জাহাঙ্গীরের স্ত্রী বুলু বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় ৭ জন ও অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।
এদিকে, নিহত জাহাঙ্গীরের লাশের ময়নাতদন্ত ঢাকায় শেষে পুলিশ পরিবারের কাছে হহস্তান্তর করে। গত শুক্রবার সকালে উপজেলার বাদুরা স্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।