ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
বাংলাদেশে এনজেলো-এইচজেডএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
ব্রাঞ্চ ওপেনিংয়ের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে কাজ করা চীন ভিত্তিক প্রতিষ্ঠান এনজেলো-এইচজেডএস। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরুর এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির গ্লোবাল চেয়ারম্যান ড. লিও জিয়াকি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. লিও জিয়াকি বলেন, আমেরিকা, ইউরোপ, আফ্রিকার বাজারের মতই ব্যবসা বান্ধব বাংলাদেশে বিশ বছরের ঐতিহ্যবাহী এই বহুজাতিক চীনা কোম্পানিটি বিস্তার লাভ করবে। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যাকার বন্ধুপ্রতিম সম্পর্ক দিন দিন আরো উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্টার জু’র সভাপতিত্বে এবং কোম্পানির এইচ আর ম্যানেজার ইসফাত খান ইতি ও সাংবাদিক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ওভারসিজ মার্কেটের প্রেসিডেন্ট মি. কিন, এডুকেশন ডাইরেক্টর মি. ঝাং, ক্যালকুলেশন ডাইরেক্টর মি. লিউ, জেনারেল ম্যানেজার মি. স্টোন ও মি. ঝাও।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বাংলাদেশ মার্কেটের কো-ফাউন্ডার আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, খন্দকার মোহাম্মদ গোলাম নবী মোহন, মিজানুর রহমান ও তারেকুল ইসলাম খান। তারা প্রত্যেকেই ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ‘কার অ্যাচিভার’ অ্যাওয়ার্ড লাভ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির অ্যাডভাইজার ও কার অ্যাচিভার হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ। অনুষ্ঠানে ১১ জন ব্যক্তিকে কার অ্যাওয়ার্ড, ১১ জন ব্যক্তিকে চায়না ট্রিপ অ্যাওয়ার্ড ও শতাধিক ব্যক্তিকে র্যাংক ব্যাজ প্রদান করা হয়। এসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কোম্পানির পাঁচ শতাধিক পরিবেশক এতে উপস্থিত ছিলেন।
৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত |
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবনে স্মারক ডাকটিকিটসহ অন্যান্য স্মারক অবমুক্ত করেন তিনি। এসব স্মারক ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।
স্মারক অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন।
এর আগে সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।