রবিবার সকালে ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজয় চিহ্ন দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।
আসনটিতে ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলে শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম আম প্রতীকে পেয়েছেন ৪৬০ ভোট। আর জাকের পার্টির মাহাবুর মোল্যা গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।