হরিদাসি বিশ্বাস (৮৫)। ছবি: সোনার বাংলা ২৪. কম |
‘বাবা এইডাই হয়তো আমার জীবনের শেষ ভোট। শরীরের যে অবস্থা তাতে আর বেশিদিন মনে হয় বাচপো না। জীবনের শেষ ভোট মনে কইরে ভোট দিবার আইচি’ কথাগুলো বলেছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মাষ্টারপাড়ার বাসিন্দা হরিদাসি বিশ্বাস (৮৫)।
হরিদাসি বিশ্বাস গোয়ালন্দ পৌর ১ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ প্রপার হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। লাঠিতে ভর দিয়ে আজ সকালে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দে মোট ৪১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। সকাল থেকে বেলা দুপুর ২টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটা কেন্দ্রেই নৌকা মার্কার সমর্থকদের ভীড় দেখা গেলেও ভোটার অনেকটা কম ছিলো