সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

মাদারীপুরে প্রথম নারী এমপি হলেন তাহমিনা

সোনার বাংলা.২৪

ছবিঃ সংগৃহীত 

সংরক্ষিত নারী আসন থেকে এবার মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগম। তিনি মাদারীপুর জেলার প্রথম নারী সংসদ সদস্য।

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এই আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম।

বেসরকারি ভাবে বিজয়ের পরে রোববার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে গণমাধ্যমে কথা বলেন তাহমিনা বেগম।

এ সময় তাহমিনা বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যের প্রতীক হিসেবে এই জয় হয়েছে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা সবখানে অন্যায়কে বিতাড়িত করার জন্য সাধারণ জনগণও ঐক্যবদ্ধভাবে ঈগল প্রতীকে ভোট দিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে যারা বিতর্কিত করেছে, তাদের জন্য এই প্রতিবাদ। নারীদের ক্ষেত্রে তাদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কাজ করে যাব সব সময়।

রাতেই তাহমিনা বেগমের বিজয়কে ঘিরে আনন্দ উল্লাস করেন দলীয় নেতা–কর্মীরা। পরে কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.