সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

ইরানে হিজাব না পরায় নারীকে ৭৪টি বেত্রাঘাত

সোনার বাংলা.২৪

ইরানি তরুণী রোয়া হেশমাতি

সরকারি নৈতিকতা আইন লঙ্ঘন ও হিজাব না পরায় রোয়া হেশমাতি নামের এক তরুণীকে ৭৪ বার বেত্রাঘাতের সাজা দিয়েছে ইরান। পাশাপাশি শরিয়াহ আইন অনুযায়ী তাকে ১২ মিলিয়ন ইরানি রিয়াল (২৮৬ মার্কিন ডলার) জরিমানাও করা হয়েছে।

গত শনিবার ইরানের বিচার বিভাগ পরিচালিত সংবাদ সংস্থা মিজান অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রোয়া হেশমাতি (৩৩) একজন কুর্দি বংশোদ্ভূত তরুণী। তিনি তেহরানের ব্যস্ততম উন্মুক্ত স্থানে নৈতিকতা আইন উপেক্ষা করে অন্যদেরও একই কাজ করতে উৎসাহ দিয়েছেন। এই তরুণীর আইনজীবী মাজিয়ার তাতাই জানিয়েছেন, গত বছরের এপ্রিলে মাথায় স্কার্ফ না পরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.