সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

নওগাঁ জেলায় চলতি বোরো মওসুম ধান

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 

নওগাঁ জেলায় চলতি বোরো মওসুম ধান চাষের লক্ষ্য ৯ হাজার ৫শ ৮০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হয়েছে। জেলায় চলতি মওসুম মোট ১ লক্ষ ৯১ হাজার ৪২৫ হেক্টর জমিতে ধান চাষ করা হবে ৷ 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, দেশের সর্বোচ্চ বোরো ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় এখন মাঠে মাঠে চলছে বোরো ধান রোপণের প্রস্তুতি। জমিতে হাল চাষ, পানি সেচ, বীজতলা থেকে বীজ উঠিয়ে সেগুলো আবার প্রস্তুতকৃত জমিতে রোপণের কাজ চলছে। যেন জেলা জুড়ে বোরো ধান রোপণের উৎসবে পরিণত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র প্রাপ্ত তথ্য মোতাবেক জেলার ১১টি উপজেলায় বীজতলা তৈরির উপজেলা ভিত্তিক জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৯৩০ হেক্টর, রানীনগর উপজেলায় ৯৬০ হেক্টর, আত্রাই উপজেলায় ৯৪৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ৫৮৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৪১৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৯৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৯৪০ হেক্টর, সাপাহার উপজেলায় ২৯৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪১০ হেক্টর, মান্দা উপজেলায় ৯৯০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ১৩০ হেক্টর জমিতে ধান চাষ করা হবে ৷

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.