নওগাঁ জেলা,মান্দা উপজেলা ।
মান্দা উপজেলার অন্তর্গত ১২নং কাঁশো পাড়া ইউনিয়ন, ৯ওয়ার্ড কাঠের ডাঙ্গা গ্রামের সাধারণ বাসিন্দাদের কঠিন অবস্থা এই যে, কাঠের ডাঙ্গা ও আন্দারিয়া পাড়া রাস্তার মাঝখানে কালভাট আছে সে খানে দীর্ঘদিন ধরে মাছ মারার প্রথার বিস্তার রয়েছে। যা ক্রমাগতভাবে বেড়েই চলছে। এই পরিস্থিতিতে বৃস্টি হলে স্কুল ও কলেজের শিক্ষাথীদের অনেক সম্যাসা হচ্ছে। এটি একটি সামাজিক অবক্ষয় এবং এর কারণে আমাদের রাস্তা ঘাঠ নষ্ট হচ্ছে।
আপনাদের সমীপে আমাদের আকুল আবেদন আপনারা নওগাঁ জেলা মান্দা উপজেলা, ১২নং কাঁশো পাড়া ইউনিয়ন কাঠের ডাঙ্গা গ্রামে
যে গুলো সয়তান এই গুলো ক্ষতি করতেছে,তাঁদের
বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাস্তা ক্ষতি বন্ধে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করে আমাদের বাধিত করবেন।
স্হানীয় বাসিন্দা মোঃ আনিসুর রহমান বলেন আমাদের অনেক সম্যাসা হচ্ছে
মাছ মারার কারনে রাস্তা নস্ট হচ্ছে
স্কুল কলেজের শিক্ষাথীদের সম্যাসা হচ্ছে
অতএব জরুরি প্রসাশনের ব্যাবস্তা নেওয়া হক
এই কথা বলেন সোনার বাংলার কাছে
এই ছিলো আমাদের কাছে সর্বশেষ খবর