সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

নওগাঁয় মান্দার ১২নং কাঁশো পাড়া ইউনিয়ন কাঠের ডাঙ্গা গ্রামে লোকালয়ে ঢুকছে পানি, বন্দি কয়েক শ পরিবার





নওগাঁ মান্দার  ১২ নং কাঁশো পাড়া ইউনিয়ন কাঠের ডাঙ্গা  গ্রামে লোকালয়ে-ঢুকছে-পানি-বন্দি-কয়েক শ-পরিবার নওগাঁ মান্দা উপজেলা ১২ নং কাঁশো পাড়া ইউনিয়নে কাঠের ডাঙ্গা গ্রাম বন্যার চিত্র। ছবি: সোনার বাংলা 
মোঃ আব্দুর রশিদ 


মান্দা উপজেলার কাঁশো পাড়া ইউনিয়ন কাঠের ডাঙ্গা  গ্রামের  শরিফা বেগম বলেন, ‘রাস্তা  ডুবে গেছে। মানুষের চলাচল সম্যাসা হচ্ছে । বাচ্চাদের নিয়ে বিপদে আছি। স্কুল কলেজে জাইতে পারতেছেনা । কী যে বলব, ভাষা খুঁজে পাচ্ছি না।’
গত কয়েক দিনের বৃষ্টিতে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। নদীতে পানির চাপ বাড়ায় জেলার রানীনগর, আত্রাই, মান্দা ও মহাদেবপুর উপজেলার সাতটি পয়েন্ট ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে পানিবন্দি মানুষ।

সোনার বাংলা "



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.