সংবাদ শিরোনাম
লোডিং...
Menu
আন্দারিয়া পাড়া মোড়ে গনসংযোগ

আন্দারিয়া পাড়া মোড়ে গনসংযোগ

নওগাঁ মান্দা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক
 এ্যাডঃ মোঃ নাহিদ মোর্শেদ (বাবু) ১২নং (কাঁশোপাড়া ইউনিয়ন) ৯নং ওয়ার্ডের আন্দারিয়া পাড়া মোড়ে গনসংযোগ করেন
মান্দার অসহায়-গরীব,দুঃখী,মেহনতী মানুষের আস্থাভাজন, মানবতার ফেরিওয়ালার, মান্দার মানুষের রাখাল রাজা যাকে ডাক দিলেই সুখ-দুঃখে কাছে পায়। তৃণমূল আওয়ামীলীগের অহংকার, ক্লিন ইমেজের পরিছন্ন,সৎ,যোগ্য,মানবিক ও কর্মী বান্ধব জননেতা। মান্দার আমজনতার একটাই দাবী মান্দার তৃণমূল আওয়ামী লীগের একটাই দাবি মান্দার আওয়ামী লীগ পাগল ভাইদের একটাই দাবি মান্দার নির্যাতিত নিবিড়িত বঞ্চিত আওয়ামী লীগ পাগল ভাইদের একটাই দাবি নাহিদ ভাইকে আগামী_দ্বাদশ_জাতীয়_সংসদ_নির্বাচনে, #৪৯_নওগাঁ_৪_মান্দা_আসনের #এমপি_হিসেবে_দেখতে_চাই
নওগাঁ মান্দা উপজেলা কাঠের ডাঙ্গা - আন্দারিয়া পাড়া

নওগাঁ মান্দা উপজেলা কাঠের ডাঙ্গা - আন্দারিয়া পাড়া

সোনার বাংলা
নওগাঁ মান্দা উপজেলার কাঠের ডাঙ্গা -আন্দারিয়া পাড়া রাস্তা বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তায় কাদা জমে আছে। এতে কয়েক শ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।



স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন জানান, বৃষ্টির কারণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছেলে-মেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারছে না। চলাচল করতে পারছে না।

আরেক বাসিন্দা মোঃ সোহেল তরফদার জানান, কাঠের ডাঙ্গা থেকে আন্দারিয়া পাড়া যাওয়ার একমাত্র রাস্তা এটি। এটির এ অবস্থায় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত এর সংস্কার করা প্রয়োজন।

১২নং কাঁশো পাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, রাস্তাটির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু দিনের মধ্যে এর সুরাহা হতে পারে
কাঠের ডাঙ্গা  গ্রাম যেন নৌকা তৈরির কারখানা

কাঠের ডাঙ্গা গ্রাম যেন নৌকা তৈরির কারখানা

সোনার বাংলা
বর্ষার আগমনের অপেক্ষায় থাকেন তারা সব সময়

এখনো আসেনি ভরা বর্ষা। তবে নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন নদ-নদীতে আস্তে আস্তে বাড়ছে পানি। বর্ষা আর পানির সঙ্গে তেমনই সখ্য গড়ে ওঠে। মান্দা উপজেলা,কাঠের ডাঙ্গা গ্রামে জেলেদের। তাই তো নৌকা তৈরি ও মেরামতকাজে ব্যস্ত সময় পার করছেন তারা। বছরের অন্য মাসগুলোয় তারা যেমনই কাটান, যে পেশাতেই থাকেন, বর্ষার আগমনের অপেক্ষায় থাকেন তারা সব সময়।

গত কয়েক দিনের বর্ষণে পানি প্রবেশ করেছে নদ-নদীতে। আত্রাই নদে মাছ ধরা, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের

জন্য ব্যবহার করা হয় নৌকা। নদে নতুন পানি আসার সঙ্গে সঙ্গে বিল অঞ্চলে ধুম পড়েছে নতুন নৌকা বানানোর তোড়জোড়।

 নৌকার পাশাপাশি জেলে সম্প্রদায়ের লোকেরা এখন ব্যস্ত সময় পার করছেন জাল বুননের কাজে। কয়েক দিন পরেই নতুন

 নৌকা আর জাল দিয়ে মাছ ধরতে নামবেন জেলেরা। তাই তো নৌকাই যেন জেলেদের আশা-আকাঙ্ক্ষা আর সংসার চালানোর একমাত্র হাতিয়ার।


নওগাঁ জেলা মান্দা উপজেলার কাঠের ডাঙ্গা গ্রামে নৌকা তৈরির কারখানাগুলোয় দেখা যায় নৌকা তৈরির ধুম। কারিগররা তৈরি করছেন বিভিন্ন আকারের নৌকা। এসব নৌকা তৈরি হচ্ছে শিমুল, কাঁঠাল, মেহগনি, কালেক্টর, কড়ই, গোবরা জিবা, আম, কদম, বাটুলসহ আরও অন্যান্য গাছের কাঠ দিয়ে। ঠুকঠুক শব্দে এগিয়ে চলছে নৌকা তৈরির কাজ।

মান্দা উপজেলা কাঠের ডাঙ্গা গ্রামের নৌকা তৈরির কারিগর সোলেমান সোনার বাংলা কে বলেন, আমরা বর্ষা মৌসুমের

 অপেক্ষায় থাকি। কেননা, বর্ষা মৌসুমের সময় আমাদের কাজের অনেক চাপ থাকে। এখন ব্যস্ত থাকতে হচ্ছে জেলেদের

 মাছ ধরার নৌকা বানানোর কাজে। চাহিদা মোতাবেক ছোট-বড় বিভিন্ন রকম

 নৌকা বানানো হয়। নৌকাগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয়।

কাঠের বেপারী মকবুল বলেন, বছরের অন্য মাসগুলো ব্যবসা খুব খারাপ চলে। কারিগররাও খুব কষ্টে সময় পার করেন।

 যদিও বর্ষার সময় এখনো আসেনি। তারপরও বর্ষার পানিতে আত্রাই নদ ভরে গিয়েছে। আমরা বিভিন্ন বাগান থেকে গাছ

 কিনে এনে মিলে সাইজ করি। একটা নৌকা তৈরির জন্য কারিগরদের

 পারিশ্রমিক দেওয়া হয় ৮০০ থেকে ১০০০ টাকা। দূরদূরান্ত থেকে বিভিন্ন এলাকার

 লোকজন নৌকা কিনতে আসছেন।


নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
কাঠের ডাঙ্গা গ্রামের সোলেমান বলেন, আমি ছোট থেকেই নৌকা তৈরির কাজে জড়িত। 

নৌকা তৈরি করি পাশাপাশি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি।



সুত্রেঃ সোনার বাংলা
ABOUT US
সোনার বাংলা is one of the fastest growing news portal in Bangladesh. সোনার বাংলা keeps its followers updated about major topics like business, entertainment, sports, lifestyle and crime news.
FOLLOW US
  
About Us Contact Us Privacy Policy DMCA
© https://abdurrashid2024bd.blogspot.com